Saturday, April 7, 2012

ফেসবুক এবার সার্চ ব্যবসা আমাদের সুবিধা

facebook Search engine 300x239 ফেসবুক এবার আনছে নতুন সার্চ ইঞ্জিন
প্রতিদিন ২৪ ডেস্ক
সামাজিক যোগাযোগের অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক এবার সার্চ ব্যবসার দিকে নজর দিয়েছেফেসবুক সার্চ আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটিফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ
সম্প্রতি তাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেনএই ছবির সূত্র ধরেই ফেসবুকের সার্চে পরিবর্তনের তথ্য পেয়েছেন
প্রযুক্তি বিশ্লেষকেরা
জাকারবার্গ তাঁর পোস্ট করা ছবিতে বিশাল একটি সাদা বক্স দেখিয়েছেনএই বাক্সটিই নতুন সার্চ ইঞ্জিনের সূত্র বলে প্রযুক্তি বিশ্লেষকেরা উল্লেখ করেছেনবর্তমানে ফেসবুকের ওপরের বারে একটি সার্চ ইঞ্জিন রয়েছেফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনলেও সার্চের কোনো পরিবর্তন আনেনি ফেসবুকতবে এবার ফেসবুকের এই সার্চ ইঞ্জিনটিই গুগলের সার্চ ইঞ্জিনের মতো যাতে সার্চ রেজাল্ট দেখাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেসবুকফেসবুকের সাধারণ প্রোফাইল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ফলও ফেসবুক থেকে দেখা যাবেসার্চ ইঞ্জিনটির উন্নয়নকল্পেই সম্প্রতি গুগলের সাবেক কর্মকর্তা লারস রাসমুসেনকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটিরাসমুসেন ও তাঁর প্রকৌশলী দল ফেসবুকের সার্চ উন্নয়ন করতে এখন কাজ করছেন বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে ফেসবুকের এই সার্চ ইঞ্জিন হয়তো এখনই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে নাহয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও বিং এর এলগরিদম ব্যবহার করে সার্চ রেজাল্ট দেখাবে ফেসবুক

No comments:

Post a Comment