মঙ্গল
গ্রহে নাসার একদল বিজ্ঞানী কিছু অনুজীবের সন্ধান পেয়েছিলেন। কিন্তু অদক্ষতা বা
ভুলের কারণে তারা সে অণুজীবগুলোকে শনাক্ত করতে পারেননি। গবেষণার সময় ১৬০ ডিগ্রি
সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটানোর কারণে মারা যায় অণুজীবগুলো। ১৯৭৬ নাসা মঙ্গল গ্রহে
মানুষবিহীন দুটি নভোযান পাঠিয়েছিল। নভোযান দুটি মঙ্গল থেকে মাটি সংগ্রহ করে
এনেছিল। কিন্তু, গবেষকরা তখন ওই
সংগৃহীত মাটি থেকে জীবনের অস্তিত্ব শনাক্ত করতে
ব্যর্থ হয়েছিলেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এ খবর দিয়ে অনলাইন হিন্দুস্তান টাইমস
জানিয়েছে, আন্তর্জাতিক একটি গবেষণা দল অত্যাধুনিক পদ্ধতিতে নতুন করে
পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। গবেষকরা আশা করছেন, অণুজীবের অস্তিত্ব প্রমাণ করা
সম্ভব হবে।
No comments:
Post a Comment