অনলাইন ডেস্ক: ফায়ারফক্স
অনেকের প্রিয় ওয়েব ব্রাউজার। ব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার মধ্যে
ফায়ারফক্স একটি উপরের সারির ব্রাউজার। এখন জানুন
ফায়ারফক্সের কিছু কী-বোর্ড
শর্টকাট:
- পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন।
- পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন।
- ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে-
Ctrl + F প্রেস করুন।
- পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন।
- কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন।
- নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন।
- সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে-
Ctrl + K প্রেস করুন।
- সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে
Ctrl + L প্রেস করুন।
- লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন।
- লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + –
প্রেস করুন।
- ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন।
- রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন।
- হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন।
- Ctrl + P — print the current page.
আপনি
চাইলে address বারে
ওয়েব পেজের নাম যেমন-Google,
Educationboard সাইটে
প্রবেশ করার জন্য www
এবং পরে .com/.net/.org না লিখে
শর্টকাট ব্যাবহার করতে পারেন। যেমন-শুধু সাইটে নাম Google, Educationboard লিখে নিচের শর্টকাট ব্যাবহার করতে পারেন।
- Shift + Enter- .Net এর জন্য।
- Ctrl + Enter- .Com এর জন্য।
- Ctrl + Shift + Enter- .Org এর জন্য।
আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-
- Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে।
- Ctrl + Shift + Tab- পেছনের ট্যাব এ আসতে।
- Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে
৯নং ট্যাবে যাওয়ার জন্য।
তথ্যসূত্র:ইন্টারনেট
No comments:
Post a Comment